এস এম দুর্জয়, গাজীপুর :
গাজীপুরের শ্রীপুরে দুর্নীতিমুক্ত-সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রামীণ জনগোষ্ঠীর স্থানীয় সমস্যা সমাধানে করণীয় নিয়ে তেলিহাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে এক গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৃহস্প্রতিবার(০২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।এতে সাধারণ খেটে-খাওয়া মানুষ, স্থানীয় বাসিন্দা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নূরুল আমিন আকন্দের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মুহাম্মদ আবু ইউসুফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা.এস এম রফিকুল ইসলাম বাচ্চু।এসময় গ্রাম্য বৈঠকে আরো উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা,এ্যাড.আবু জাফর সরকার।এসময় আরো উপস্থিত ছিলেন,তেলিহাটি ইউনিয়ন বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক শাজাহান মোড়ল,সদস্য সচিব শহিদুল্লাহ বন্ধুকশী,যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রমজান,যুগ্ম আহ্বায়ক এরশাদ সরকার।
উক্ত গ্রাম্য বৈঠকের পৃষ্ঠপোষকতায় ছিলেন,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-যুব বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন।উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম নয়ন ও যুগ্ম আহ্বায়ক শরাফত আলী,সার্বিক সহযোগিতা ছিলেন তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম বাবু।এই গ্রাম্য বৈঠকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com