শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ রাজশাহীতে ঐতিহ্যবাহী তিরোভাব মহোৎসব শুরু রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণ সভা অনুষ্ঠিত পবিত্র কোরআন ‘অবমাননার’র বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ রংপুরে বিএনপি নেতা লাকুকে অশ্রু, শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানালেন লাখো মানুষ শ্রীপুরে বিএনপির ৩১দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ রাজশাহী সড়ক-জনপথে কর্মচারীদের জনসংযোগ নিয়ামতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ ত্রিশালে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত রংপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রায় ১২ শ ঘর-বাড়ি

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণ সভা অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর,রংপুর
  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৬ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোন পরিবেশ নেই। তাই পিআর পদ্ধতি নয় দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণ সভায় যোগ দেওয়ার পূর্বে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, এক শ্রেণীর লোক নির্বাচনকে প্রলম্বিত করতে এই পদ্ধতির দাবি তুলছেন। যারা জনগনের নাম করে পিআর পদ্ধতি নিয়ে মাঠে লড়াই করছে তাদের নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গিয়ে পরবর্তীতে পিয়ার বাস্তবায়ন করার আহ্বান জানাই। তখন পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়েন। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে। সেই নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত করতে বিএনপির পক্ষ থেকে কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে।

এরপর সদ্য প্রয়াত রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর শোক সভা ও দোয়া মাহফিলে অংশ নেন। সেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন, প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিশেষ অতিথি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শোক সভা শেষে দোয়া মোনাজাত করা হয়।

উল্লেখ্য আগামী ১৪ অক্টোবর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। সেই সম্মেলন উপলক্ষে আনিছুর রহমান লাকু ৮ অক্টোবর বুধবার দলীয় কাজ শেষে ঢাকা থেকে রংপুর ফেরার পথে অসুস্থ হয়ে পরেন। পরে তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সকাল ৭টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category