নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ উপলক্ষে ১২০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে ছয়টি রাজনৈতিক দলের মোর্চা ‘গণতন্ত্র মঞ্চ’। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল আলম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত তালিকায় গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জুলাই যোদ্ধা, প্রান্তিক জনগোষ্ঠির অধিকার আদায়ের নেতা সাংবাদিক মোঃ ছামিউল আলম। গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত রাজনৈতিক দল ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ থেকে মনোনয়ন পান এই তরুণ সাংবাদিক অধিকার কর্মী। তিনি ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (একাদশ) নির্বাচনে বাম জোটের এমপি পার্থী ছিলেন। বর্তমানে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন” এর দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রার্থী তালিকা ঘোষণা শেষে সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিত ও অবাধ-নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে এই তালিকা প্রকাশ করেছেন তারা।
গাইবান্ধা-৪ আসন থেকে পাওয়া এই মনোনয়নকে প্রান্তিক জনগোষ্ঠির অধিকার আদায়ের প্রতিকি বিজয় ও স্বৈরাচার বিরোধী জুলাই আন্দোলনে নিজের অগ্রণী ভূমিকার প্রাথমিক স্বীকৃতি হিসেবে দেখছেন ছামিউল আলম রাসু। তিনি বলেন, নির্বাচনে আমার দল ও জোটের প্রার্থী হিসেবে বিজয়ী হলে আমার প্রথম কাজই হবে নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব দূর করে স্বাবলম্বী গাইবান্ধা-৪ আসন গড়ে তোলা। আর নিজের সর্বোচ্চটা দিয়ে এলাকার বিতর্কিত ভূমি সমস্যার সমাধাণ, গোবিন্দগঞ্জ জেলা করার জন্য জাবতীয় উন্নয়ন মূলক কাজ গ্রহণ করা আইন প্রণয়ন করা। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী অধিকার নিশ্চতি করা এবং বাস্তহারা, নদী ভাঙন রোধ করা ও ভাঙন কবলিত সকল ভুমিহীন মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করা।’
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com