সুধণ্য ঘরামী, কোটালীপাড়া :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাকের পার্টির উদ্যোগে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। কোটালীপাড়া উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হযেছে। কোটালীপাড়া উপজেলা জাকের পার্টির সভাপতি বাদশা দাড়িয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাকের পার্টি মৎস্যজীবি ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাকের পার্টির গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন । তিনি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পরে যারা দেশে সরকার গঠন করেছে,তারা কেউ সঠিক ভাবে দেশ পরিচালনা করতে পারেনি। সততা ও স্বচ্ছতার সাথে দেশে উন্নয়ন শুধু জাকের পার্টিই করতে পারে। তাই আগামী নির্বাচনে আপনারা সবাই গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে দেশের মানুষকে খেদমত করার সুযোগ দিন। তিনি আরও বলেন ক্ষমতার মালিক আল্লাহ, আর ভোটের মালিক আপনারা। জাকের পার্টির চেয়ারম্যান বলেছেন, আমরা ক্ষমতায় আসলে জনগণের আসারূপ কাজ না করতে পারলে , তিন মাসের মধ্যে পদত্যাগ করবো। এমন কথা জাকের পার্টি ছাড়া অন্য কোন দল বলতে পারে না।
এসময় আরও উপস্থিত ছিলেন জাকের পার্টির নেতা মোহাম্মদ সাজ্জাদ হোসেন মিয়া, শাহাদাৎ হোসেন,মাহাবুব রহমান শাহিন,মোল্লা সিরাজুল ইসলাম, হাফিজুর রহমান মোল্লা(ফুরু) প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তারিক তাজ। অনুষ্ঠান শেষে জাকের পার্টির নেতারা একটি র্যালি বের করে ডগলাস বাজার সহ কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করেন।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com