
মো: হাছিব সরদার,মোংলা :
মোংলা পৌর বিএনপির সভাপতি ও বাগেরহাট–২ (মোংলা–রামপাল–ফকিরহাট) সংসদীয় আসনে বিএনপি’র মনোনায়ন প্রত্যাশী আলহাজ্ব জুলফিকার আলী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে একদিকে যেমন রাজনৈতিক পরিবর্তন ঘটবে, অন্যদিকে অর্থনৈতিক পরিবর্তন ঘটবে। শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৫টায় পৌর ১নং জেটি চত্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও পৌর ৫নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা ঘোষণা করেছেন। এই ৩১ দফা হলো মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা ও মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়া। এছাড়া, ৩১ দফা কর্মসূচি প্রবর্তন করার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনার ব্যবস্থা করেছে বিএনপি। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।