
মো: হাছিব সরদার, মোংলা:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মোংলা পৌর শাখার ৪নং ওয়ার্ড এর উদ্যোগে ও সর্বস্তরের জনগনের উপস্তিতিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় মোংলার দিগরাজে সরকার মার্কেটে এলাকায় মোংলা পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ: রাজ্জাকের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট–২ (মোংলা-রামপাল-ফকিরহাট) সংসদীয় আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মোংলা পৌর বিএনপি’র সভাপতি ও মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি আ: মান্নান হাওলাদার, মোংলা পৌর বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক মো: নাসির তালুকদার, গোলাম নূর জনি সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মো: জুলফিকার আলী বলেন, একটি সুষ্ঠ- সুন্দর অবকাঠামগত রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে বিএনপি কাজ করছে। জনগণের নিকট আহ্বান জানিয়ে তিনি বলেন আপনাদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে বিএনপিকে সরকার গঠনের সুযোগ করে দিলে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে সক্ষম হব। ঘরে ঘরে চাকরির সুযোগ করে দিব। প্রতিটি শিক্ষার্থীর জন্য কারিগরি শিক্ষা অর্জনের লক্ষে কাজ করব। দেশকে আধুনিকায়নের লক্ষ্যে বিএনপি সকল ধরনের কাজে জনগণের নিকট অঙ্গীকারবদ্ধ থাকবে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে বিএনপি সরকারের কোন বিকল্প নেই।