
মোঃ হাসিব সরদার, মোংলা:
মোংলা সংবাদদাতা: বাগেরহাটের মোংলায় শ্যামা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ে ব্যতিক্রমী দৃশ্যের সৃষ্টি করেছেন বিএনপি নেতা মো. জুলফিকার আলী। স্থানীয় আওয়ামী লীগপন্থী বলয়ের মধ্যেই এবার বিএনপির পক্ষে জনমত গড়ে উঠছে বলে দাবি করেছেন হিন্দু সম্প্রদায়ের একাধিক প্রতিনিধি।মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জুলফিকার আলী পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরগুলোর উন্নয়নে নগদ অনুদান প্রদান করেন এবং সনাতন সম্প্রদায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। টাটিবুনিয়ার পঞ্চগ্রাম মন্দির চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জুলফিকার আলী বলেন, “আপনারা বহু বছর ধরে নৌকায় ভোট দিয়েছেন। এবার অন্তত একবার ধানের শীষে ভোট দিয়ে দেখুন। আমরা আপনাদের শান্তিপূর্ণ সহাবস্থান ও নিরাপত্তার নিশ্চয়তা দিতে চাই।”
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য ফন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত মন্ডল জানান, সাম্প্রতিক সময়ে বিএনপি তাদের ধর্মীয় অনুষ্ঠানসহ নানা বিষয়ে পাশে থেকেছে, যা আগে আওয়ামী লীগের সময় তেমন দেখা যায়নি। তিনি আরও বলেন,“২০২৪ সালের আগস্ট থেকে বিএনপির নেতারা আমাদের শারদীয় দুর্গোৎসব ও অন্যান্য পূজায় নিয়মিত সহায়তা করছেন। এমন সহযোগিতা আমরা আগে পাইনি। তাই এবার আমরা ধানের শীষে আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছি।”
মতবিনিময় সভা ও পূজামণ্ডপ পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক, পৌর বিএনপির সাংগঠনিং সম্পাদক গোলাম নুর জনি, আ. রাজ্জাক, কাজী ওমর ফারুক, শাহজাহান ফকিরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মোংলার মতো দীর্ঘদিনের আওয়ামী লীগ ঘাঁটিতে বিএনপির এমন জনসম্পৃক্ততা আগামী নির্বাচনে নতুন বাস্তবতা তৈরি করতে পারে।