এস এম মাসুদ রানা ত্রিশাল:
বাংলাদেশ আহলেহাদীস তাবলীগের ইসলামের পরিচালক ড. মুযাফ্ফর বিন মুহসিনের আলোচনার মধ্যে দিয়ে বুধবার (১২ নভেম্বর) বাদ মাগরিব শুরু হতে যাচ্ছে ময়মনসিংহের ত্রিশালে আহলে হাদিসের ৩দিন ব্যাপী ৪৪তম জাতীয় ইজতেমা। আয়োজকরা জানান, উপজেলার ধানীখোলা ইউনিয়নের মিলন সমাজ মাঠে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শনিবার (১৫ নভেম্বর) বাদ ফজর বয়ান ও শেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হবে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মিলন সমাজ মাঠে জমায়েত হওয়া ও আসতে শুরু করেছে।
কেন্দ্রীয় মার্কাজের আমীর মোস্তাফিজুর রহমান জানান, আগত মুসল্লিদের নিরাপত্তার জন্য ১০০ জন স্বেচ্ছাসেবক ২৪ ঘণ্টা নিরাপত্তার কাজে দায়িত্ব পালন করবে। মাঠের চারদিকে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। থানা পুলিশের একটি নিরাপত্তা বক্স থাকবে। দেশের বিভিন্ন জেলা-উপজেলা ও মার্কাজ হতে এক হাজারেরও অধিক জামাত ইজতেমা মাঠে আসতে পারে বলে ধারনা করা হচ্ছে। মাঠের বিশাল প্যান্ডেলে ৫০ হাজারের অধিক মুসল্লী থাকতে পারবেন।
কোষাধ্যক্ষ আলহাজ্ব নাহিদুজ্জামান জানান, ১ম দিনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আহলেহাদীস তাবলীগের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. আহমাদুল্লাহ ত্রিশালী, ২য় দিন হায়ার ইনস্টিটিউট জামি’আতুল ইমাম রিয়ায সৌদী আরবের সাবেক অধ্যাপক ড. আব্দুর রহমান বিন ছালেহ আল-মুযাইনী ও ৩য় দিন আলোচনা পেশ করবেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক সালাফী। শুক্রবার জুম’আর খুতবা প্রদান করবেন প্রফেসর ড. আব্দুর রহমান বিন ছালেহ আল মুযাইনী।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com