
শফিকুল ইসলাম শান্ত, মোংলা (বাগেরহাট) :
সুন্দরবনের নিকটে প্রত্যন্ত অঞ্চল মোংলার চিলা ইউনিয়নের তেলিখালী গ্রামে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান ও বৃদ্ধাশ্রমের নির্মাণ কাজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রায় ৫ একর জমির ওপর গড়ে উঠতে যাওয়া ‘বেগম খালেদা জিয়া একাডেমিক স্কুল অ্যান্ড কলেজ ও বৃদ্ধাশ্রম’ প্রকল্পটি মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জুলফিকার আলীর নিজস্ব তহবিল থেকে বাস্তবায়িত হচ্ছে।
জুলফিকার আলী জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে কাজ সম্পন্ন হবে। নতুন প্রতিষ্ঠানটি এলাকার ছেলে-মেয়েদের বিনামূল্যে শিক্ষার সুযোগ দেবে। উল্লেখযোগ্য, এই অঞ্চল দীর্ঘদিন উন্নত যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ শত শত মানুষ অংশ নিয়ে নির্মাণ কাজের শুভ সূচনায় স্বাগত জানান। মেয়র থাকাকালীন জুলফিকার আলী এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন এবং বিশেষ অতিথি মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায় শেখ রুস্তুম আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক তালুকদার নাসির, পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো: আলাউদ্দিন সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।