স্টাফ রিপোটার:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াত ইসলাম ও ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থীরা প্রচার ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আওয়ামীলীগ নির্বাচনে আসতে না পারলে এ আসনে এবার ত্রিমুখী লড়াই হবে বলে বিশিষ্ট জনেরা ধারনা করছেন। কোটালীপাড়া টুঙ্গিপাড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী, জামায়াত ইসলামের গোপালগঞ্জ জেলা আমির এমএম রেজাউল করিম এবং ইসলামী আন্দোলনের ইঞ্জিনিয়ার মোঃ মারুফ শেখ ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তারা হাট-বাজার পাড়া-মহল্লা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে দোয়া প্রার্থনা করছেন। কোটালীপাড়ায় মোট ভোটের অর্ধেকের কিছু বেশি হিন্দু ভোটার রয়েছেন। তাই হিন্দু ভোটারদের কাছে টানতে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। হিন্দুদের বিভিন্ন পূজা অনুষ্ঠানে এসব প্রার্থীরা উপস্থিত হয়ে বক্তব্য রাখছেন। তারা বলছেন- একটি বার আমাকে সংসদে যাবার সুযোগ দিন, কথা দিলাম আমি আপনাদের পাশে থাকবো, হিন্দু মুসলিম আমরা একে অপরের ভাই। বিএনপি প্রার্থী এসএম জিলানী হিন্দু ভোটারদের কাছে টানতে মিনতি জানাচ্ছেন, একটি বার তাকে সংসদ প্রতিনিধি করার জন্য। তিনি আরোও বলেন- তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে তিনি হিন্দুদের সুখে দুঃখে পাশে থাকবেন।
অপরদিকে জামায়াতে ইসলামী প্রার্থী এমএম রেজাউল করিম ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। তিনি বলছেন- আপনারা আমাকে দোয়া করবেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সবসময় আপনাদের পাশে থাকবো। জামায়াতের রাজনীতি হিন্দু মুসলিম সম্প্রীতি। আপনারা আমাকে নির্বাচিত করলে আমি কোটালীপাড়া ও টুঙ্গিপাড়াকে বৈষম্যহীন অসম্প্রদায়িক দূর্ণীতি, চাঁদাবাজ ও মাদক মুক্ত মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো।
ওদিকে ইসলামী আন্দোলনের ইঞ্জিনিয়ার মোঃ মারুফ শেখ উপজেলার বিভিন্ন হাট-বাজার সহ পাড়া-মহল্লায় ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিশিষ্টজন ও সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানাগেছে আওয়ামীলীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলে কোটালীপাড়া-টুঙ্গিপাড়া আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের মধ্যে ত্রিমুখী লড়াই হবে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com