শফিকুল আলম ইমন, রাজশাহী:
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) রাজশাহী জেলা ইউনিটের ২০২৫-২৭ মেয়াদে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজশাহী নগরীর মুনলাইট গার্ডেন কনভেনশন সেন্টারে দুপুরে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষি সম্প্রসারনণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বিএডিসি রাজশাহীর যুগ্ম পরিচালক (সার) জুলফিকার আলী, বিএডিসি ডিলার এসোসিয়েশন রাজশাহীর সভাপতি ও বিএনপি নেতা মাহফুজুল হাসনাইন হিকোল ও সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন মুন্সী। বিএফএ রাজশাহীর নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান ফজলুল করিম'র সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন বিএডিসি ডিলার এসোসিয়েশন রাজশাহীর সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন মুন্সী।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এডিডি ডিএই ড. মো: আব্দুল মজিদ, নবনির্বাচিত সভাপতি ওছমান আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বিএফএ রাজশাহী ইউনিটের সচিব হাবিবুর রহমান ফ্লাওয়ার সহ নবনির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ ও রাজশাহী জেলার ডিলাররা উপস্থিত ছিলেন।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com