বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে শহীদ ওসমান হাদীর স্মরণে শোক র‍্যালী নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে দায়িত্ব পালন করতে হবে: রংপুর জেলা প্রশাসক দৌলতপুর আদালতের নির্দেশ অমান্য করে চলাচলের রাস্তা বন্ধ করার  অভিযোগ রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন তৃতীয় লিঙ্গের রানী রাজশাহী কলেজ অ্যালামনাই এসোসিয়েশন নির্বাচনে আলোচনায় ওয়ালিদ লোহাগড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন ৭১ নিয়ে যারা বাজে মন্তব্য করছে তাদের জনগন সঠিক জবাব দিবেন: জুয়েল কুষ্টিয়া দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের সৌজন্যে মহান বিজয় দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত

মনোনয়ন পেলে সংসদীয় আসন বাগেরহাট -১ তারেক রহমানকে উপহার দিতে চান ওয়াহিদুজ্জামান দিপু

সোহেল রানা বাবু, বাগেরহাট
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬১ Time View

সোহেল রানা বাবু, বাগেরহাট :

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের আসনগুলোতে প্রার্থী মনোনয়নে জল্পনা-কল্পনার শেষ নেই। সেই সাথে নানান কৌশলে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। নির্বাচনী বৈতরণী পার হতে সাধারণ জনগণের দাবির প্রেক্ষিতে প্রার্থীদের কাছ থেকে দেওয়া হচ্ছে নানান প্রতিশ্রুতি। দীর্ঘদিন পরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিবে এমন প্রতীক্ষার প্রহর গুনছে সবাই। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নিয়ে চায়ের টেবিলে আলোচনা সমালোচনার ঝড় বইছে। চলছে চুলচেরা বিশ্লেষণ।

‎বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট- চিতলমারী) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু।
‎যিনি বিগত দিনে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তারই চাচাতো ভাই দক্ষিণাঞ্চলের প্রভাবশালী নেতা শেখ হেলালের সাথে ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
‎ আগামী নির্বাচনকে সামনে রেখে সভা সমাবেশ উঠান বৈঠক এবং তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ জনগণের কাছে বিএনপি’র বার্তা পৌঁছে দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু।

‎সরেজমিনে ঘুরে জানা গেছে, উন্নয়ন বঞ্চিত ফকিরহাট মোল্লাহাট ও চিতলমারী এলাকার বিএনপি নেতা কর্মী ও সাধারণ জনগণ চাচ্ছেন অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু ধানের শীষের মনোনয়ন নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করুক। মাঠ পর্যায়ে দেখা গেছে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অন্যান্য প্রার্থীদের তুলনায় তিনি অনেক এগিয়ে রয়েছেন।
‎ বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনা সরকার বিরোধী ঢাকা খুলনা ও বাগেরহাটের প্রতিটি আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন।বেশ কয়েকবার পুলিশি হয়রানির শিকার হয়েছেন।আইনি সহায়তা সহ বিভিন্নভাবে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন তিনি।

‎একজন অসাম্প্রদায়িক নেতা হিসেবে অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপুর রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। সনাতনীদের পূজা পার্বণে নিরাপত্তার পাশাপাশি তাদের উৎসাহ যোগানো সহ তৃণমূল পর্যায়ের সনাতনী ভোটারদের দোরগোড়ায় পৌঁছেছেন।একারনে সংসদীয় আসনের সনাতনী ভোটারেরা ক্লিন ইমেজের এই নেতার উপর আস্থা রেখেছেন। এবারের নির্বাচনে অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপুর মাধ্যমেই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চান তারা।

‎গণমাধ্যম কর্মীদের সাথে কথা হলে অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু জানান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের জন্য কাজ করে যাচ্ছি। সার্বক্ষণিক বিএনপি নেতাকর্মী ও এলাকার জনসাধারণের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে এলাকায় কর্মমূখী শিক্ষার মাধ্যমে বেকারত্ব নিরসন, সাধারন মানুষের দুঃখ, কষ্ট লাঘবে রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো।‎ সর্বোপরি মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু জানান সংসদীয় আসন বাগেরহাট-১ এ মনোনয়ন পেলে আসনটি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চান তিনি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category