কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি:
গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টায় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের বাউন্ডারির ভিতরে ০২টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয় নাই। পাশাপাশি এই ঘটনার কিছুক্ষণ পরই আনুমানিক রাত ১০টায় কোটালীপাড়া থানায় ০১টি ককটেল বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় থানার কর্তব্যরত ১জন মহিলা সহ ৩জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এতে সাধারণ জনমনে এবং এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করেছে। আহতরা হচ্ছেন কোটালীপাড়া থানার কনস্টেবল নজরুল ইসলাম(৫২), আরিফ হোসেন (৩৩) ও আইরিন নাহার (৩১)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এই বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব খন্দকার হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি দুইটি ঘটনারই সত্যতা স্বীকার করে বলেন- যারা এ ঘটনা ঘটিয়েছে এদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে এবং তদন্ত কার্য অব্যহত আছে।
এদিকে খোলাফত মজলিসের অফিসে এক সাক্ষাৎকারে গোপালগঞ্জ জেলার বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক গোপালগঞ্জ সদর-০২ আসনের মনোনয়ন প্রার্থী মাওলানা কাওসার আহম্মেদ ক্ষোভ প্রকাশ করে বলেন- এ ধরনের অপ্রীতকর ঘটনা কোন দিন ঘটেনি। আমি এর তীব্র নিন্দা জানাই, তিনি আরো বলেন- অপরাধী যেই হোকনা কেন তাকে ধরে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, কোটালীপাড়া উপজেলার আমার দলের সকল সদস্যবৃন্দের উদ্দেশ্যে বলছি আপনারা কোটালীপাড়া থানাকে যথেষ্ট সহযোগিতায় অনঢ় থাকবেন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস পৌর কমিটির সভাপতি মাওলানা আনসার উদ্দিন কোটালীপাড়া উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এফএম সাব্বির বিন সুলতান সহ ছাত্র মজলিস ও যুব মজলিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com