মোঃ রাসেল, বেনাপোল (যশোর):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর–১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে বিজয়ী করতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে ৬ নং গোগা ইউনিয়নের গোগা নুরানী ও কাওমী মাদ্রাসা মাঠে ধানের শীষের পক্ষে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, উন্নয়নের অঙ্গীকার উপস্থাপন এবং নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়াই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী। সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা মফিজুল ইসলাম মফিজ ও শার্শা থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান দুলু। স্থানীয় নেতাকর্মী, নারী–পুরুষ ভোটার, যুব সমাজ ও ব্যবসায়ীরা উৎসাহ নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। জনগণের প্রতি অঙ্গীকার—বিভ্রান্ত না হয়ে ধানের শীষকে বিজয়ী করুন: তৃপ্তি প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, তিনি নির্বাচিত হলে জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন।
তিনি বলেন— “কোনো ব্যক্তি বা বিশেষ মহলের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। বিএনপি বহু বছর ধরে গুম–খুন, মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার, তবুও গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এখন সময় এসেছে ধানের শীষকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করার।”তিনি আরও বলেন— বিগত দিনে যারা মিথ্যা মামলার শিকার হয়েছেন, বিএনপি সরকার গঠন হলে আওয়ামী শাসনামলের সেইসব হয়রানিমূলক মামলা বাতিল হবে। জামায়াতে ইসলামীর উদ্দেশে তিনি বলেন— “কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে তা একমাত্র আল্লাহ জানেন। ভোটের মাধ্যমে জান্নাত–জাহান্নাম নির্ধারিত হয় না। মসজিদকে রাজনীতির হাতিয়ার বানানো উচিত নয়।”তিনি অভিযোগ করে বলেন—যারা সারাজীবন জামায়াতকে সমালোচনা করতেন, তারাই এখন বিএনপির বিরুদ্ধে এক হওয়ার চেষ্টা করছে। কিন্তু জনগণ এসব কৌশল বুঝে ফেলেছে।
উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন তৃপ্তি তিনি শার্শাবাসীর জন্য বেশ কিছু ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন— সারা শার্শায় বিস্তৃত উন্নয়ন প্রকল্প, পাকা রাস্তা নির্মাণ, তরুণদের জন্য বিনামূল্যে কর্মসংস্থানের ব্যবস্থা, মা–বোনদের জন্য শিল্প–কারখানা স্থাপন করে স্থায়ী চাকরি সৃষ্টি, কৃষকদের জন্য সার–বীজ সরবরাহ নিশ্চিতকরণ, ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দেশে গার্মেন্টস শিল্প স্থাপনের মাধ্যমে নারীদের কর্মসংস্থানের পথ উন্মুক্ত করেছিলেন এবং দেশকে স্বাবলম্বী করেছেন। বক্তারা বলেন—ধানের শীষের বিজয় মানেই জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং শার্শার সার্বিক উন্নয়ন সাধন। তারা তৃপ্তির উন্নয়নমুখী রাজনীতি ও আন্তরিকতার কথা তুলে ধরে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুর রহমান নেদা, সহ-সভাপতি মফিজুর রহমান ছোট (সাবেক চেয়ারম্যান), শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. তাজ উদ্দিন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা থানা যুবদলের সদস্য সচিব মো. ইমদাদুল হক ইমদাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হামিদ সর্দার, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মফিজুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মো. ওলিয়ার রহমান, শার্শা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মো. মশিউর রহমান,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান মিঠু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, এছাড়া বেনাপোল পৌর যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ইনজামামুল হক, সহ-সভাপতি মো. বিপ্লব মণ্ডল,শার্শা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, ছাত্রনেতা জিয়াউর রহমান,যুগ্ম আহ্বায়ক আব্দুর জুবায়ের শাওন, যশোর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন প্রমুখ।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com