
এহসানুল হক,দৌলতপুর ( কুষ্টিয়া) :
কুষ্টিয়া দৌলতপুরে বিএনপির দলী প্রার্থীতা পরিবর্তনের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের জন্য দৌলতপুরে উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৪ টার সময় দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে গনসমাবেশ ও সমাবেশ শেষে গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ ও মিছিলে উপজেলার প্রায় ১৫ হাজারের অধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন। নেতা কর্মীরা ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল কে কুষ্টিয়া -১ দৌলতপুর আসনে বিএনপির প্রার্থী হিসাবে দেখতে চাই।
গনসমাবেশে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, দৌলতপুর উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারন সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাছুম প্রফেসর, দৌলতপুর উপজেলার ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী, দৌলতপুর উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক রিপন মাস্টার, দৌলতপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, গত ৩ নভেম্বর বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে দৌলতপুর উপজেলার যাকে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে, তার সন্ত্রাসী মূলক কর্মকাণ্ডের কারন ২০০১ সাল পরবর্তী সময়ে তার পিতা আহসানুল হক পচা মোল্লার মন্ত্রীত্ব চলে গিয়েছিল, সে দীর্ঘ আওয়ামী দুঃশাসন আমলে আওয়ামী লীগের সাথে আতা আয়ত করে চলেছেন। তিনি ওয়ান ইলেভেনের সময় সংস্থার পন্থী ছিলেন, এছাড়াও ৫ আগস্টের পরে তার বাহিনী দ্বারা উপজেলার সরকারি দপ্তর সহ সমস্ত কিছু দখলদারিত্বের পরিণত করেছে। মুষ্টিমে কিছু ব্যক্তি ছাড়া দলের সুশৃংখল মানুষজন ও সাধারণ মানুষজন এই প্রার্থীর নাম শুনলে ভয় পায়। যা সুষ্ঠু তদন্ত করলে পাওয়া যাবে। আগামী নির্বাচনে তিনি প্রার্থী থাকলে দৌলতপুরের এই আসনটি বিএনপি হারাতে পারে তাই জনমতের ভিত্তিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রার্থিতার পরিবর্তন চাই আমরা।
উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাফর ইকবাল কর্নেল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদ, সাবেক সদস্য আলাউদ্দিন বাদল, দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর সহ সভাপতি বুলবুল রহমান, কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, দৌলতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন আলী, আনন্দ হক, দৌলতপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকাশ আলী, দৌলতপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক,নূর আমিন, জিল্লুর রহমান, ডাবলু ইসলাম, বুলবুল হোসেন, সমবয়ায় দলের সদস্য সচিব তারাচাদ, রিফায়েতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমদাদুল বিশ্বাস, পিয়ারপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কবির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন ফরাজি, প্রাগপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামাল হোসেন, খলিশাকুন্ডি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খালিদ হাচান রবিন, যুব নেতা মারুফ হোসেন, মিঠন আলী, রাজন আলী, সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।