এস.এম দুর্জয়,গাজীপুর:
বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং উনার সুস্থতার জন্য(২ ডিসেম্বর)মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিদায় দাখিল মাদ্রাসায় যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু'র নির্দেশক্রমে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।যুবদল নেতা শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও শারফুল ইসলামের পৃষ্ঠপোষকতায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,কাওরাইদ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন বিএসসি,যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মন্ডল,সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাসেম সরকার।ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জালাল বেপারী,যুবদল নেতা সাইদুল,মতিউর রহমান শামীম,আনোয়ার প্রমুখ।নেতৃবৃন্দরা বলেন,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশের প্রত্যেক মানুষের প্রিয় নেত্রী,তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক,বাংলাদেশের জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষের আত্মার সঙ্গে সম্পৃক্ত খালেদা জিয়া,আজ আমরা তার সুস্থতার জন্য বিশেষ দোয়া করেছি,আল্লাহ যেন উনাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং দেশনেত্রীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।দোয়া মাহফিলে যুবদলের নেতৃবৃন্দসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com