সফিকুল ইসলাম শান্ত,মোংলা (বাগেরহাট) :
উপকূলীয় এলাকা মোংলায় জলবায়ু সহনশীল দলের কৃষকদের মাঝে অভিযোজিত কৃষি সম্প্রসারণের লক্ষ্যে লবণ ও খরা সহনশীল ধান বীজ, সবজি বীজ ও জৈব্য সার বিতরণ করেন বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে এসকল সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। এসময় উপস্থিত ছিলেন, লাইভলিহুড আফিসার বিপ্লব কুন্ডু, লিডার্সের প্রজেক্ট অফিসার বদ্দরুনেসা মিলী, কমিউনিটি মোবিলাইজার ফাতেমা জান্নাত, সাথী মৌলিক ও জলবায়ু সহনশীল দলের কৃষকবৃন্দ।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com