
সোহেল রানা বাবু,বাগেরহাট:
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে গণ-দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠে বাগেরহাট জেলা বিএনপি আয়োজিত দোয়া-মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক শামিমুর রহমান শামিম। জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম এর সভাপতিত্বে গণ-দোয়া ও মোনাজাতে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, ড. লায়ন ফরিদুল ইসলাম,খাদেম নিয়ামুল নাসির আলাপ, শেখ শমশের আলী মোহন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার জাকির হোসেন,খান মনিরুল ইসলাম, কাজী খায়রুজ্জামান শিপন,ইঞ্জিনিয়ার মাসুদ রানা, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, রেডক্রিসেন্ট ইউনিটের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও বাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত, মহিলাদলের সভানেত্রী শাহিদা আক্তার। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, খালেদা জিয়া তিনটি আসনে নির্বাচন করবেন। এর আগে তিনি যতবার নির্বাচন করেছিলেন কোন নির্বাচনে তিনি হারেননি। আজ খালেদা জিয়া সংকটাপন্ন। আমরা তার সুস্থতা কামনা করি।
এ সময় তিনি আরো বলেন, এখানে যারা উপস্থিত আছেন আমি সকলের নিকট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছি। এ সময় জেলা বিএনপির বিভিন্ন স্থরের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের জনগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করে। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।