
এস এম মাসুদ রানা, ত্রিশাল (ময়মনসিংহ):
বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশনের (বিইএফ) ত্রিশাল উপজেলা শাখার নতুন কমিটির
পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা জিরো পয়েন্টে ত্রিশাল কনভেনশন সেন্টার হল রুমে বিইএফ’র ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মোঃ খোকন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডাঃ মাহাবুবুর রহমান লিটন।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মির্ধা, বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক, মোঃ আবু হানিফ, জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ লুৎফর রহমান ঠান্ডু মিয়া।
এ ছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন ত্রিশাল উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম, সহ সাধারণ সম্পাদক মোঃ ইমামুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম।