
খন্দকার ছদরুজ্জামান, নড়াইল :
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী লোহাগড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার এজাহার ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, উপজেলার গিলাতলা গ্রামের (রিমা ছদ্মনাম) (৩৫) গত ১২ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার দিকে নিজ ঘরে ধর্ষণের শিকার হন। অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের প্রবাসী (ছদ্মনাম রকি মোল্লা)।ভুক্তভোগী জানান, প্রায় সাত বছর আগে তার (রকি ছদ্মনাম), মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। এ সময় অভিযুক্ত ব্যক্তি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। তিনি আরও অভিযোগ করেন, প্রবাসে অবস্থানকালে ভিডিও কলে তাকে নগ্ন ছবি দেখাতে বাধ্য করেন এবং মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন।এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন রাতে মেয়ের বসতবাড়িতে এসে তাকে ডেকে ঘরের দরজা খুলতে বলেন। বিয়ে ছাড়া কোনো সম্পর্ক রাখতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক তার শয়নকক্ষে প্রবেশ করে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করেন। এ সময় তিনি চিৎকার করলে তার মা, বড় ভাইসহ আশপাশের লোকজন ঘরে প্রবেশ করে দুজনকে একসঙ্গে দেখতে পান।
পরবর্তীতে সামাজিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয় এবং স্থানীয়রা অভিযুক্তকে বিয়ে করার জন্য চাপ দিলে তিনি প্রথমে সম্মত হলেও বিয়ের আয়োজনের সময় কৌশলে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়। ঘটনার বিষয়ে গ্রামবাসী ও আশপাশের লোকজন অবগত রয়েছেন বলে এজাহারে উল্লেখ আছে।মেয়েটি আরও জানান, ঘটনার পর তিনি লোহাগড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন এবং নড়াইল সদর হাসপাতালে শারীরিক পরীক্ষা সম্পন্ন করেছেন। তিনি অভিযুক্তে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।