বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে শহীদ ওসমান হাদীর স্মরণে শোক র‍্যালী নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে দায়িত্ব পালন করতে হবে: রংপুর জেলা প্রশাসক দৌলতপুর আদালতের নির্দেশ অমান্য করে চলাচলের রাস্তা বন্ধ করার  অভিযোগ রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন তৃতীয় লিঙ্গের রানী রাজশাহী কলেজ অ্যালামনাই এসোসিয়েশন নির্বাচনে আলোচনায় ওয়ালিদ লোহাগড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন ৭১ নিয়ে যারা বাজে মন্তব্য করছে তাদের জনগন সঠিক জবাব দিবেন: জুয়েল কুষ্টিয়া দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের সৌজন্যে মহান বিজয় দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত

নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে দায়িত্ব পালন করতে হবে: রংপুর জেলা প্রশাসক

রিয়াজুল হক সাগর,রংপুর
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর:

রংপুরের কাউনিয়ায় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নবাগত রংপুর জেলা প্রশাসক ও ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল আহসান এর মতবিনিময় করেন তিনি বলেন, নিরপেক্ষ ও প্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে সৎ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করে। এজন্য প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। মঙ্গলবার কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কাউনিয়া উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা হবে। সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল এর সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এআরএম আল মামুন, কৃষি কর্মকর্তা তানিয়া আকতার, থানা অফিসার ইনচার্জ নজমুল হক, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল, অধ্যক্ষ ফারুক আজম, সাংবাদিক সাইফুল ইসলাম, সাইদুর রহমান প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন সমস্যা, নাগরিক সেবা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রাণিসম্পদ, যোগাযোগ ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং উন্নয়নের বিভিন্ন প্রস্তাব দেন। জেলা প্রশাসক আগামী ঈদের আগে কাউনিয়ায় একটি শিশু পার্ক নির্মানের প্রতিশ্রæতি দেন। মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category