রুপান্তর সংবাদ ডেস্কঃ
ওয়ানডে বিশ্বকাপ শেষে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চুকেবুকে গেছে শ্রীনিবাস চন্দ্রশেখরনের। ছয় বছর অ্যানালিস্ট হিসাবে কাজ করার পর শ্রীনিবাস চাকরি ছাড়ায় নতুন অ্যানালিস্ট নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের অ্যানালিস্ট হিসাবে কাজ করবেন মহসিন শেখ।
মহসিন শেষবার আফগানিস্তান দলের সঙ্গে কাজ করেছেন। ২০২৩ বিশ্বকাপ ও গত এশিয়া কাপে আফগানিস্তানের সঙ্গে ছিলেন তিনি। এশিয়া কাপে একটি ঘটনায় সমালোচিতও হয়েছিলেন এই অ্যানালিস্ট।
শ্রীলংকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকালে সুপার ফোরে যাওয়ার সুযোগ ছিল আফগানিস্তানের। কিন্তু উইকেটে থাকা দুই ব্যাটার ফজল হকফারুকি ও রশিদ খানকে সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি সে সময়ে দলটির অ্যানালিস্ট মহসিন।
বাংলাদেশ দলের সঙ্গে এবারই প্রথম কাজ করবেন মহসিন। তবে বাংলাদেশে এর আগেও তিনি কাজ করেছেন। বিপিএলের গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অ্যানালিস্ট ছিলেন তিনি। নিউ জিল্যান্ড সফরের দলে থাকা আফিফ হোসেনের সঙ্গে তাই ভালো পরিচয়ই থাকার কথা তার।
অ্যানালিস্ট হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা মহসিনের। ২০০৩-০৪ মৌসুমে পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে বয়সভিত্তিক দল দিয়ে কাজ শুরু করেন তিনি।
এরপর পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। বিগ ব্যাশে বেশ কয়েকটি দলের সঙ্গে কাজ করেছেন তিনি। ২০০৯ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের সঙ্গে ছিলেন পাকিস্তানি বংশোদ্ভুত এই অস্ট্রেলিয়ান। পিএসএলেও কাজ করেছেন ভিন্ন ভিন্ন সময়ে।
Leave a Reply