
এস.এম দুর্জয়, গাজীপুর
মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশ ব্যাপী আশা’র ৮১ টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ও আশা’র ৭টি সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রে অসহায় দুস্থদের মাঝে ফ্রি মেডিক্যাল ক্যাম্প এর আয়োজন করা হয়।
বুধবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী সদর উপজেলার আশা পিরুজালী স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প এর আয়োজন করা হয়।দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আলোচনায় এস.ডি.এম সৈয়দ জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এড.ডিভ.এম এনামুল হক শেখ।
ভাওয়াল মির্জাপুর অঞ্চলের আর এম সেলিম মিয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অত্র ব্রাঞ্চের এস বিএম আকরাম হোসেন,মেম্বার আব্দুর রাজ্জাক,অত্র এলাকার প্যানেল চেয়ারম্যান সাজেদা খাতুন।উক্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা ও চিকিৎসা সেবা প্রদান করেন আশা পিরুজালী স্বাস্থ্যসেবা কেন্দ্রের হেলথ সেন্টার ইনচার্জ শারমিন খানম।আলোচনায় বক্তারা জানান, ফ্রি মেডিক্যাল ক্যাম্পে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসা সেবা,ডায়াবেটিস পরীক্ষা ও অন্যান্য সেবা প্রদান করা হবে।
এছাড়াও সংস্থাটি সামাজিক দায়িত্ব বাস্তবায়নে এই বছর ৬৮.৫০ কোটি টাকা ব্যায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।তারা আরো জানান,এছাড়াও সপ্তাহে ছয় দিন এই সাস্থ্য কেন্দ্র থেকে সকল রোগীরা স্বল্প মূল্য সব ধরনের চিকিৎসা গ্রহণ করতে পারবে।
Leave a Reply