বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রায় ১২ শ ঘর-বাড়ি উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ৪৭,৭১ ও ২৪শের বিপ্লব অর্থবহ করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নাই: শ্রীপুরে দুর্নীতিমুক্ত-সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত  ‎তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুরে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার নড়াইলে বাস টার্মিনালে অবৈধ টোল আদায় বন্ধে সেনাবাহিনীর হস্তক্ষেপ

রেললাইনে নাশকতাকারীদের কোন ছাড় দেওয়া হবেনা বললেন: ডি আইজি

এস এম দূর্জয়, গাজীপুর
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৫ Time View

এস এম দূর্জয়, গাজীপুর 

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম। রেললাইন কেটে হাজারো মানুষকে যারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, সেসব নাশকতাকারীকে ছাড় দেয়া হবেনা বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম।

আজ বুধবার দুপুর ২টার দিকে গাজীপুরের শ্রীপুরে ট্রেনের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিআইজি এসব কথা বলেন।ডিআইজি সৈয়দ নূরুল বলেন, দুর্ঘটনা ঘটিয়ে হাজার হাজার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে যেসব নাশকতাকারীরা এত বড় পরিকল্পনা করে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। রেলওয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, রেলে চলাচল সহজ এবং ভাড়া কম থাকার কারণে গণমানুষের কাছে রেললাইন একটি আস্থার জায়গা। সে কারণে অনেক বেশি যাত্রী রেলে ভ্রমণ করে। সেই রেলের লাইন কেটে যারা একটি চলন্ত ট্রেনকে ধ্বংসের মুখে ফেলে দিতে চায়, যারা হাজার হাজার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরিকল্পনা করে এবং রাষ্ট্রের সম্পদ নষ্ট করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের যে কোনো মূল্যে আমরা তাদের খুঁজে বের করব।পুলিশের এ কর্মকর্তা জানান, আমরা এ ঘটনা তদন্ত করে বের করব যে তারা আরও কী কী পরিকল্পনা করেছে। আপনারা দেখেছেন যে একস্থানে রেললাইন গলিয়ে ফেলা হয়েছে। তারা কীভাবে এটি করেছে এবং এই পদ্ধতি ব্যবহার করে তারা আরও কত রকমের নাশকতার পরিকল্পনা করেছে, আমরা সেটি খুঁজে বের করব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, আজকের পর থেকে বাংলাদেশের সকল রেললাইনে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হবে। গতকাল রাতে ঘনকুয়াশা থাকার কারণে রেল লাইনের নিরাপত্তা দায়িত্বে থাকা ব্যক্তিরা বেশি দূর দেখতে পাননি। আর এই সুযোগটিই নিয়েছে নাশকতাকারীরা। এরপর থেকে ঘন কুয়াশার মধ্যেও কীভাবে গণমানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করবে পুলিশ।

উল্লেখ্য আজ বুধবার ভোর চারটার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামের ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে ওই দুর্ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category