নিজস্ব প্রতিবেদকঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় কোটালীপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।
এসময় আরো বক্তব্য রাখেন , পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা,কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম,বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান শেখ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন ,শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কার্তিক চন্দ্র বিশ্বাস,বাংলাদেশ স্কাউট উপজেলা শাখার সম্পাদক হাবিবুর রহমান মুকুল সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply