প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ৮:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৩, ১:৪০ পি.এম
ব্যক্তির বিরুদ্ধে নির্বাচন করছেন নৌকার বিরুদ্ধে নয়: ইকবাল হোসেন সবুজ

এস.এম দুর্জয়, গাজীপুর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনের জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী জনপ্রিয় নেতা বর্তমান সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের পক্ষে বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর)বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাফকাত মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভায় জনতার ঢল। হাজার হাজার নেতাকর্মী মিছিলে মিছিলে সবুজ ভাই স্লোগানে স্লোগানে কর্মী সভায় জনসমুদ্রে পরিনত হয়।
তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন সরকারের সভাপতিত্বে ও তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ লিয়াকত ফকিরের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী জনপ্রিয় নেতা মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন সবুজ বলেন,তিনি ব্যক্তির বিরুদ্ধে নির্বাচন করছেন নৌকার বিরুদ্ধে নই।তিনি নৌকার প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন,আসেন আমরা একই মঞ্চে আপনি আপনার কথা বলবেন আর আমি আমার কথা বলবো,আপনাকে নৌকা দিয়েছে আর আমাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনুমতি দিয়েছে।আমাকে ও আমার কর্মীদের কে কোন ধরনের হুমকি দিয়ে লাভ নেই,গাজীপুর-৩ আসনের জনগণ আমাকে হৃদয়ে ধারণ করে রেখেছে।এই তিন আসনের জনগণ আজ ঐক্যবদ্ধ,এই কর্মী সভায় তা প্রমাণ।দেখে যান আজ কর্মী সভায় হাজার হাজার জনগণ উপস্থিত হয়ে জনসমুদ্রে পরিনত হয়েছে,এ যেন সবুজের জনজোয়ার।
এসময় কর্মীসভায় আরো উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু,গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো:শাফি উদ্দিন মোড়ল,শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট.হারুন অর রশীদ ফরিদ,শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন,শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুল:লতিফ,গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট.মোশাররফ হোসেন ভূইয়া,শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল্লাহ,তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক শেখ মো:হায়দার আলী,শ্রীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান,
শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা,শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম মোড়ল,উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন এম.এ,উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইব্রাহিম মাহমুদ,তেলিহাটি ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি মঞ্জুরুল হক মড়োল,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল হোসেন রিপন,তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (রফিক)এম.এসসি,তেলিহাটি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য তারেক হাসান বাচ্চু,তেলিহাটি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো:নাসির উদ্দিন,তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী শিপু সুলতান, উপজেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা,
তেলিহাটি ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক মো:জাহাঙ্গীর আলম,শ্রীপুর উপজেলা ছাত্র লীগের আহবায়ক মাহাবুব হাসান সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও হাজার হাজার মানুষের ঢল নেমেছে কর্মী সভায়।কর্মী সভায় নেতৃবৃন্দরা স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের পক্ষে নির্বাচনে কাজ করার অঙ্গিকার করে এবং তার জন্য সর্বস্তরের জনগণের কাছে ভোট প্রার্থনা করেন।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.