হুসাইন ইমাম সবুজ, স্টাফ রিপোটার
মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি।
আজ শনিবার দুপুরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কর্নেল ফারুক খান এর নেতৃত্বে বঙ্গবন্ধু সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনের পরে পবিত্র ফাতেহা পাঠ দোয়া ও বিশেষ মোনাজাত করে জাতির জনকের ও সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দেশ মাতৃকা রক্ষার জন্য বাংলার যে সকল সূর্য সন্তানেরা শহীদ হয়েছে তাদের স্মরণ করে এক মিনিটের নীরবতা পালন করা হয়।
এ সময় অন্যান্যের মতে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, টুংগীপাড়া আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীগণ।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com