স্টাফ রিপোটারঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে পৌরসভার সহযোগীতায় ও উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করর হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আলম,সাবেক সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক,সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সামচুল হক,বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদার,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধার সন্তান আমিনুজ্জামান খানঁ মিলনসহ প্রমূখ বক্তব্য রাখেন।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com