প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ১১:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৩, ৯:২১ এ.এম
তফসিল বাতিলসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা
প্রহসনের নির্বাচনী তফসিল বাতিল, ফ্যাসীবাদী সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বামজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
একতরফা নির্বাচন বর্জন, আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, ঘোষিত তফসিল বাতিল ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ ও সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী, পাহাড়ে ছাত্রনেতাদের হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবী, বিরোধীদলীয় নেতাদের বিরুদ্ধে মামলা হয়রানি বন্ধ, গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি মেনে নেওয়া, নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানো, সর্বজনীন রেশন চালুসহ বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলার উদ্যোগে আজ রবিবার (১৭ডিসেম্বর) দুপুরে শহরের বিক্ষোভ মিছিল ও ১ নং রেলগেট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাম গণতান্ত্রিক জোট এর সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার সদস্য কাজী আবু রাহেন শফিউল্লা খোকন এর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, বাসদ জেলা আহবায়ক কমরেড গোলাম রব্বানী, সিপিবি জেলা সাধারন সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান মুকুল, বিপ্লবী কমিউনিস্ট লীগ গাইবান্ধা জেলার সাধারন সম্পাদক রেবুতি বর্মন, বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা কমিটির সদস্য এ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদ সদস্য সচিব সুকুমার মোদক, সিপিবি জেলা কমিটির সদস্য আব্দুল্লাহিল নান্নু প্রমুখ।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.