সোহেল রানা বাবু, বাগেরহাট
বাগেরহাটের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে বাগেরহাট জেলা আওয়ামী লীগের এক মত বিনিময় সভা রোববার বিকেলে জেলা আ’লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার সেলিম আহমেদের সভাপতিত্বে “বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের
রাজনৈতিক ও বাণিজ্যিক পরিস্থিতি” বিষয়ক এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।
বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন লিটন, জেলা বাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মন্টু ও বাগেরহাট জেলা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, উপ-দপ্তর সম্পাদক রতন নন্দী, নির্বাহী সদস্য সরদার ওমর ফারুক ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু।
আলোচনা সভায় জুয়েলারী সমিতির সভাপতি নিলয় ভদ্র, চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, শাড়ি কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহরুল হোসেন, মুদি মনোহরী সমিতির সভাপতি অমল কৃষ্ণ সাহা, প্রসাধনী ব্যবসায়ী সমিতির সভাপতি শংকর সেন, ইলেক্ট্রিকাল সামগ্রী ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম, মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সালাম সহ শহরের ২১ টি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সভাপতি ও সম্পাদকবৃন্দ অংশ নেন।
Leave a Reply