কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ
মহান বিজয় দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গোপালগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ।
১৬ ডিসেম্বর ভোরে জাসদ গোপালগঞ্জ জেলা কমিটির নেতা, গোপালগঞ্জের স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনির্বাণ স্কুলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আবু হোসেনের নেতৃত্বে অন্যান্য নেতা- কর্মীরা শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে উপস্থিত সকলে বঙ্গবন্ধু সহ ‘৭১ -এর মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে পরিচালিত বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
Leave a Reply