শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ত্রিশাল প্রেসক্লাবের মানববন্ধন নওগাঁয় বিএমএসএফের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জরুরি সভা গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন  নড়াইলে কেরাম খেলে বাড়ি ফেরেনি শোয়েবুর,পরদিন পুকুরে মিললো মরদেহ কলকাতায় ‘পার্টি অফিস’ খুলেছে আওয়ামী লীগ গাজীপুরে সাংবাদিক হত্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তীব্র ক্ষোভ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৯০ জন সন্ধ্যায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৭ জেলায় সতর্কতা জারি এশিয়া কাপ বয়কট করল পাকিস্তান, কপাল খুলল বাংলাদেশের নির্বাচন বিলম্বিত করতে পিআর বাণী দিচ্ছে জামায়াত: মেজর হাফিজ

বিএনপির ২৮ নেতাকর্মীর কারাদণ্ড

রুপান্তর সংবাদ ডেস্কঃ
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১২৯ Time View

রুপান্তর সংবাদ ডেস্কঃ

রাজধানীতে নাশকতার অভিযোগে কোতোয়ালি, গুলশান ও কদমতলী থানার তিন মামলায় বিএনপির ২৮ নেতাকর্মীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার তিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলার রায় দেন। এ তিনটি মামলাসহ ৭৫টি মামলায় চার মাসে বিএনপির ১ হাজার ১৪৫ জনের সাজা হয়েছে।

রাজধানীর কোতোয়ালি থানার মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন আবু তাহের, পারভেজ আলম, রজব আলী পিন্টু, সাখাওয়াত হোসেন, রিয়াজ আহমেদ, রিয়াজ, ইমরান হোসেন, শওকত, নবকুমার দত্ত ও আরিফ হোসেন বাপ্পি। এছাড়া দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। এ মামলার আসামিরা সবাই পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর জিন্দাবাদ এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গাড়ি ভাঙচুরসহ নাশকতামূলক কর্মকাণ্ড চালায়। ওইদিন পুলিশ বাদী হয়ে মামলা করে।

২০১৮ সালে গুলশান থানায় করা নাশকতার মামলায় ১০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। দেড় বছরের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন শাহজাহান কবীর, শরিফুল ইসলাম, তোফায়েল, কামাল হোসেন, মীর স্বপন, ওয়াহিদুল ইসলাম, মামুন চৌধুরী, আবদুল জলিল, রফিকুল ইসলাম ও জয়নাল। এক বছরের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আকরাম ও সিদ্দিকুর রহমান। ১০ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ মামলায় সাতজনকে খালাস দেওয়া হয়েছে। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির দাবিতে গুলশান থানা এলাকার প্রগতি সরণির শাহজাদপুর কনফিডেন্স সেন্টারের সামনে বিএনপি নেতাকর্মীরা এলাকায় ত্রাস সৃষ্টি করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

কদমতলী থানা এলাকায় নাশকতার মামলায় বিএনপির আট নেতাকর্মীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন শরীয়ত উল্লা, মুজাহিদ, মীর মো. আসাদুজ্জামান কাকন, সুমন চৌধুরী, আমিন মিয়া, জাহাঙ্গীর আলম, হারুন অর রশিদ মিশু। দুই বছরের সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরেক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ২০১৩ সালের নভেম্বরে কদমতলী থানা এলাকায় বিএনপি নেতাকর্মীরা নাশকতা করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category