স্টাফ রিপোটারঃ
গোপালগঞ্জ কাশিয়ানীতে ইমাদ পরিবহন যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংর্ঘষে মোহাম্মদ উল্লাহ (৪০)ব্যক্তি নিহত হয়েছেন।সংঘর্ষে গাড়ি দুইটিতে আগুন লেগে যায়।এ ঘটনায় আহত হয় আরো বশে কয়েক জন। আহতদের কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা রাতইল ইউনিয়নের হর্টিকালচারের সামনে এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনার নিহত প্রাইভেটকার চালক মোহাম্মাদ উল্লাহ মানিকগঞ্জের সানবান্দা গ্রামের আব্দুল লতিফের ছেলে।
এ ঘটনায় আহতরা হলেন একই গ্রামের,প্রাইভেট চালকের ভাগ্নে ফাহাদ (১৯), ইফাত (১৬), ফাহিম (২১)।
ভাটিয়াপাড়া ট্রাফিক ইনচার্জ সেকেন্দার আলী জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামি ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাশিয়ানী উপজেলার হর্টিকালচার এলাকায় পৌঁছালে মানিকগঞ্জ থেকে ছেড়ে সাতক্ষীরা গামি একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়।সংর্ঘষে প্রথমে প্রাইভেটকারে আগুন লেগে যায়।পরে প্রাইভেটকারের আগুন ইমাদ পরিবহনে ছড়িয়ে পড়ে।কাশিয়ানীর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর আগে গাড়ি দুইটি পুড়ে যায়।
ঘটনা স্থলেই মারা গেছেন প্রাইভেট কার চালক এর মধ্যে দুজন কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ও একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয় টি নিশ্চিত করেছেন কাশিয়ানী উপজেলা হাসপাতালের ডা:আমিনুল ইসলাম।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com