নিজস্ব প্রতিবেদকঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৪ টায় ওয়াপদার হাট চান্দিনায় বসে ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সভা করে এ নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।
এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী অফিস উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার।
আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী সমন্বয় কমিটির সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন ভিত্তিক নির্বাচনি সমন্বয় কমিটির আহ্বায়ক মুজিবুর রহমান হাওলাদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, খুলনা মহানগর আওয়ামী লীগের বানিজ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য কমল সেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা: আলিউজ্জামান,
উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হান্নান শেখ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক টুটুল শেখ, উপজেলা আওয়ামী লীগের কৃষক লীগের সাধারণ সম্পাদক রতন মিত্র, উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম ইস্রাফিল, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল রাজ্জাক খসরু, সহ-সভাপতি কামরুল হাসান শাহ, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামিম দাড়িয়াসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply