স্টাফ রিপোটারঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী শাখা অফিসের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (২১ডিসেম্বর) বিকেল সন্ধ্যায় চৌধুরী বাজারে সভা করে এ নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার।
পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী সমন্বয় কমিটির সদস্য সচিব আবুসাইদ সিকদার এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী সমন্বয় কমিটির আহ্বায়ক বিমলিনন্দু সরকার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম হাজরা,আমিনুজ্জামান খান মিলন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নূরে আলম হাজরা,
পিঞ্জুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি চঞ্চল তালুকদার, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলু হাজরা, যুবলীগ নেতা ভিপি হায়দার আলী হাজরা, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামিম দাড়িয়াসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply