আব্দুল মজিদ,জামালপুর
জামালপুরের সরিষাবাড়ী রেল স্টেশনে আন্তঃনগর যমুনা ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) রাত ১ টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।
জামালপুর রেল পুলিশ জানায়, ঢাকা থেকে তারাকান্দি গামী আন্তঃনগর যমুনা সরিষাবাড়ী রেল স্টেশন থেকে ছাড়ার পরই পেছনে একটি বগিতে আগুন দেখতে পান যাত্রীরা। দ্রুত ট্রেনটি থামানো হলেও ৩ টি বগি আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ট্রেনের বগিতে আগুন লাগলে যাত্রীরা আতঙ্কিত হন। এ সময় ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হবার খবর পাওয়া গেছে। এর মধ্যে ৪ জন নারী যাত্রীকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সরিষাবাড়ী রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুস সালাম জানান , লাইন ক্লিয়ার দেওয়ার পরে ট্রেনটি তারাকান্দির দিকে যাওয়ার সময় মানুষের চিল্লাচিল্লি শুনে গিয়ে দেখতে পাই ট্রেনের ক এবং গ ও আরেকটি আংশিক বগিতে আগুন জলছে।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমীন জানান, রাত ১ টা ২০ মিনিটে তিনি খবর পান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply