প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৩, ৩:০৮ এ.এম
গাজীপুরে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজের পথসভায় হামলা,আহত ৫

এস এম দূর্জয়, গাজীপুর
গাজীপুর -৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,বর্তমান এমপি ইকবাল হোসেন সবুজের পথসভায় হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে,গাজীপুরের শ্রীপুর উপজেলার শিরিশগুড়ি এলাকায় স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের পথসভায় নৌকার প্রার্থীর কর্মী সমর্থকেরা হামলা চালায়।হামলায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদেরকে মারধর।এঘটনায় ৫ জন আহত হয়েছে,পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার(২২ ডিসেম্বর)বিকেলে পূর্বনির্ধারিত পথসভায় ইকবাল হোসেন সবুজ এমপি ও তার সমর্থকেরা জড়ো হয়।সেখানে নৌকার প্রার্থী রুমানা আলী টুসির শতাধিক নেতাকর্মী গাড়ি ও মটরসাইকেল যোগে এসে পথসভাটি না করার চাপ দেয়।
এক পর্যায়ে কথাকাটাকাটি এবং ইকবাল হোসেন সবুজ এমপির পথসভাটি পন্ড করতে তারা পথসভায় আগত লোকজনের উপর বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে,চেয়ার ভাংচুরসহ ব্যানার ছিঁড়ে ফেলে এবং অতর্কিত হামলা চালায়।এতে ৫ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.