
এস.এম দুর্জয়,গাজীপুর
বীরমুক্তিযোদ্ধা ও আইনজীবীদের সাথে গাজীপুর-৩ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যাপিকা রুমানা আলীর টুসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর)সকালে শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত মতবিনিময় সভায় শ্রীপুর মুক্তিযোদ্ধা ও গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, পিরুজালী,ভাওয়ালগড় ইউনিয়নের আইনজীবীদের আয়োজনে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়।
সকাল ১০টার দিকে প্রথমে অধ্যাপিকা রুমানা আলীর টুসিকে নৌকা প্রতীক বিজয়ী করার লক্ষে গাজীপুর-৩ আসনের আইনজীবীদের সাথে মতবিনিময় সভা করেন। পরে বেলা ১২টার দিকে শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন তিনি।
শ্রীপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর-৩ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার মাঝি অধ্যাপিকা রুমানা আলী টুসি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড.মো:সামসুল আলম প্রধান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শ্রীপুর পৌরসভার মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো:আনিছুর রহমান।এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা। এর আগে শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, পিরুজালী, ভাওয়ালগড় ইউনিয়নের আইনজীবীদের সাথে মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় অধ্যাপিকা রুমানা আলীর টুসি বলেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নৌকা মার্কার পক্ষে সকলকে কাজ করার জন্য আহ্বান করেন এবং নৌকা মার্কায় ভোট চান।
Leave a Reply