
এস.এম দুর্জয়,গাজীপুর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারণা সরগরম হচ্ছে।গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি অধ্যাপিকা রুমানা আলী টুসি’র পথসভায় গণজোয়ারে পরিনত।পথসভায় তিনি বলেন,আপনারা আমার পিতাকে সারাজীবন ভালোবেসেছেন।আমার পিতাও আপনাদের সুখ দুঃখে সারাজীবন পাশে ছিল। পিতার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়ে পাঠিয়েছেন।নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়,জনগণ শান্তিতে থাকে।
রোববার(২৪ ডিসেম্বর)গাজীপুর-৩ আসনের গোসিংগা ইউনিয়নে নৌকা মনোনীত প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি কর্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরোও বলেন, আপনারা সারাজীবন নৌকায় ভোট দিয়েছেন, এবারও দিবেন।আমি যেন আমার পিতা সাবেক সফল মন্ত্রী ও এমপি’র স্বপ্ন পূরণ করতে পারি।স্থানীয় ভোটার ও নেতৃবৃন্দদের উদ্দেশ্যে তিনি বলেন, সময় খুব বেশি নেই, আপনারা সকলেই আমার হয়ে বাড়িবাড়ি গিয়ে নৌকা প্রতীকে ভোট চাইবেন? যাতে শেখ হাসিনা আবারও সরকার গঠন করতে পারে। আর এতে করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।এসময় সকলেই নৌকার প্রার্থীকে বিজয় করার আশ্বস্ত করে। এবং সকলে নৌকার পক্ষে ভোট চাওয়ার প্রতিশ্রুতিও দেন।
এর আগে সকাল থেকে শ্রীপুরে উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাউনী বাজার, বেরাবারী ভোটকেন্দ্র, নারায়নপুর মহাখালী বাজার, লতিফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাভারচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, খোজেখানী সরকারী প্রাথমিক বিদ্যালয়, দড়ি খোজেখানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা মনোনীত প্রার্থী সারাদিনব্যাপী পথসভা করেছে। এ সময় প্রতিটি পথসভা জনসভায় রুপান্তর হয়।নারায়নপুর মহাখালী বাজারের পথসভায় সভাপতিত্ব করেন নাজমুল আহসান বেলু বেপারী।
এ সময় তিনি তার বক্তব্যে বলেন, নৌকা আমাদের জাতীয়তার প্রতীক,নৌকা স্বাধীনতার প্রতীক। সাবেক সফল মন্ত্রী ও এমপি, একটি বাড়ি একটি খামারের রুপকার, প্রয়াত অ্যাডভোকেট রহমত আলীর স্বপ্ন পূরণ করতে নৌকাকে বিজয়ী করা আমাদের সকলের দায়িত্ব।প্রতিটি পথসভায় রুমানা আলী টুসি সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।পরে প্রার্থী ও সভাপতির বক্তব্যের পর নৌকার শ্লোগানের মাধ্যমে দিনব্যাপী করা পথসভার সমাপ্তি ঘটে।
Leave a Reply