জয়পুরহাটে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ তাওসিব হাসান নাদিম (২১) নামে এক মোটরসাইকেল চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ভোরে বগুড়ার শাজাহানপুরের ফটকি ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত নাদিম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালঞ্চা এলাকার আতোয়ার হোসেনের ছেলে।
(ওসি) হুমায়ুন কবির জানান, আটকৃত এই চোর চক্রের সদস্য জয়পুরহাট জেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ, বগুড়া ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে মোটরসাইকেল চুরি করে আসছিলেন। কয়েকদিন আগে সদর উপজেলা চকদাদরা উপচক এলাকার এস এ জাহাঙ্গীর তুহিনের একটি ১৫০ সিসি মোটরসাইকেল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে চুরি হয়।
Leave a Reply