প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৪:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৩, ১:৫৪ এ.এম
জয়পুরহাটে মোটরসাইকেল চোর চক্রের ১ সদস্য আটক

ফারহানা আক্তার, জয়পুরহাট
জয়পুরহাটে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ তাওসিব হাসান নাদিম (২১) নামে এক মোটরসাইকেল চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ভোরে বগুড়ার শাজাহানপুরের ফটকি ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত নাদিম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালঞ্চা এলাকার আতোয়ার হোসেনের ছেলে।
(ওসি) হুমায়ুন কবির জানান, আটকৃত এই চোর চক্রের সদস্য জয়পুরহাট জেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ, বগুড়া ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে মোটরসাইকেল চুরি করে আসছিলেন। কয়েকদিন আগে সদর উপজেলা চকদাদরা উপচক এলাকার এস এ জাহাঙ্গীর তুহিনের একটি ১৫০ সিসি মোটরসাইকেল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে চুরি হয়।
বগুড়ার শাজাহানপুরের ফটকি ব্রিজ এলাকায় চুরি হওয়া ওই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য তাওসিব হাসান নাদিম অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৭টি চুরি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2026 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.