শাহিনুর রহমান সোনা, রাজশাহী
জনবিচ্ছিন্ন নেতৃত্ব হটিয়ে জনগণের নেতৃত্ব প্রতিষ্ঠার নৈতিক জায়গা থেকেই ‘কাঁচি’ প্রতীকে নির্বাচন করছি বলে জানিয়েছেন আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি বরেণ্য শিক্ষাবিদ অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
বুধবার (২৭ ডিসেম্বর) নগরীর ৬ নম্বর ওয়ার্ডের লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় গণসংযোগকালে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি। এসময় ৬ নম্বর ওয়ার্ডের প্রতিটি এলাকায় গণসংযোগ চালান তিনি।
এসময় অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন ও বিশ্ব পরিমন্ডল চাচ্ছে একটা নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। আর এই অংশগ্রহণমূলক নির্বাচনে জনগণের আশা-আকাঙ্খা আছে। সেই নৈতিক জায়গা থেকেই জনবিচ্ছিন্ন নেতৃত্ব হটিয়ে জনগণের নেতৃত্ব প্রতিষ্ঠায় আমি ‘কাঁচি’ প্রতীক নিয়ে নির্বাচন করছি।
তিনি আরও বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে বিশ্বাস করি। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহী উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। এখানে জনবান্ধব নেতা প্রয়োজন। কিন্তু বিগত দিনে যিনি সংসদ সদস্য ছিলেন, তিনি কোন ভূমিকাই রাখেননি। একারণে জনগনের নেতৃত্বকে বিজয়ী করতে রাজশাহী মহানগর আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে এবং কাজ করে যাচ্ছে। জনগণের স্বত্বস্ফূর্ত ভোটের মাধ্যমে আগামী ৭ তারিখে রাজশাহী সদর -২ আসনে বিপুল ভোটের ব্যবধানে ‘কাঁচি’ প্রতীকের নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে জনগণের আশা-ভরসার বহিঃপ্রকাশ ঘটবে।
এসময় গণসংযোগে আরও উপস্থিত ছিলেন রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহা. বাবু, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com