প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ১১:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৩, ১০:১০ এ.এম
জয়পুরহাটের ক্ষেতলালে আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থী কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ-আহত-৫

ফারহানা আক্তার, জয়পুরহাট
জয়পুরহাট-২ আসনে ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও নৌকা প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও স্বতন্ত্র প্রার্থী অবসরকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উভয় পক্ষের দেওয়া তথ্য মতে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ইটাখোলা বাজারে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা গনসংযোগসহ প্রচার করছিলেন।
এরই মধ্যে দু’পক্ষের সমর্থকদের কথাকাটাটি ও হাতাহাতির এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। এ সময় স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসরসহ ২ জন ও নৌকার সমর্থক ৩ জন আহত হয় বলে উভয় পক্ষ পাল্টা-পাল্টি অভিযোগ করেন। রাতেই আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও স্বতন্ত্র প্রার্থী অবসর চৌধূরীকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । তিনি এখনো চিকিৎসাধীন থাকলেও আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে পুলিশ আইনগত ব্যাবস্থা গ্রহন করবে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.