প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ১১:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৩, ৮:৩৩ এ.এম
জয়পুরহাটে ধর্ষন ও মাদকের ঘটনায় আটক-২

ফারহানা আক্তার ,জয়পুরহাট
জয়পুরহাট র্যাব সদস্যরা পৃথক অভিযানে শিশু ধর্ষন মামলার এক পলাতক আসামী মাদক দ্রব্যসহ আরো এক যুবককে আটক করেছে বলে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বৃহষ্পতিবার ভোর রাতে নওগাঁর বদলগাছী উপজেলার দূর্গাপুর এলাকা থেকে ধর্ষণ মামলায় শান্ত হোসেন নামে এক আসামীকে র্যাবের একটি টীম আটক করে। আটক শান্ত নওগাঁর বদলগাছী উপজেলার -দূর্গাপুর গ্রামের শামসুল হকের ছেলে।
উল্লেখ্য গত ০২ আগস্ট রাতে আটক শান্তসহ তার সহযোগীরা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওদাপাড়া গ্রামের নির্জন এক বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষন করলে ওই কিশোরী অজ্ঞান হয়ে পরে। পরে জ্ঞান ফিরলে অসুস্থ ওই মেয়েটিকে তারা গাড়িতে উঠিয়ে বাসায় পাঠিয়ে দেয়।তার পরিবারকে ঘটনার বিস্তারিত জানালে গত ৬ আগষ্ট পাঁচবিবি থানায় একটি ধর্ষন মামলা করে ধর্ষিতার পরিবার। এর পর অন্যান্যরা গ্রেফতার হলেও শান্ত পলাতক ছিলেন। তথ্য-প্রযুক্তির সহায়তা ও গাপন সংবাদেও ভিত্তিতে তাকে আটক করা হয়।
অন্য দিকে র্যাবের অপর দল ১০০ গ্রাম হেরোইনসহ মামুন ইসলাম নামে এক যুবককে আটক করে। গত রাতে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন থেকে তাকে হেরোইনসহ তাকে আটক করা হয়। আটক মামুন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদের মধ্যে শান্তকে পাঁচবিবি ও মাদকসহ মামুনকে জয়পুরহাট থানায় সোপর্দ করা হয়েছে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.