
এস.এম দুর্জয়, গাজীপুর
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ সংসদীয় আসনে জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,জনপ্রিয় নেতা ও বর্তমান এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজকে আবারো এমপি হিসেবে জয়যুক্ত করতে রাত-দিন শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে ও উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামীলীগ নেতাকর্মীদের কে সাথে নিয়ে ট্রাক মার্কায় প্রচার প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছেন তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক শেখ মো:হায়দার আলী।
তিনি প্রতিনিয়ত তেলিহাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ইকবাল হোসেন সবুজ এমপির পক্ষে ভোটারদের দ্বারে দ্বার গিয়ে ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং এলাকায় ট্রাক মার্কায় প্রচার প্রচারণা ও গণসংযোগ করেন শেখ মো:হায়দার আলী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা।এসময় শেখ মো: হায়দার আলী বলেন,আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী,জনপ্রিয় নেতা বর্তমান সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপির পক্ষে ট্রাক মার্কার প্রচার প্রচারণা চালাচ্ছি।আমরা মাঠে নেমেছি সব মানুষদের দুয়ারে দুয়ারে যাচ্ছি এবং ট্রাক প্রতীকের প্রচারণা ও ভোট চাচ্ছি।শেখ মো: হায়দার আলী আরো বলেন,ইকবাল হোসেন সবুজ এমপি ২০১৮ সালে এমপি নির্বাচিত হয়ে এই গাজীপুর তিন আসনে রাস্তা-ঘাট,ব্রিজ,
কালভার্ট,পুল,স্কুল,মসজিদ,মাদ্রাসা সহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন।গাজীপুর তিন আসনে তিনি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত,মাদক মুক্ত একটি আধুনিক মানবিক শহর গড়ে তুলছেন।
আমরা শতভাগ নিশ্চিত আগামী ৭ জানুয়ারি শ্রীপুর,ভাওয়ালগর,পিরুজালী, মির্জাপুরের সকল মানুষ ট্রাক মার্কায় ভোট দিয়ে ইকবাল হোসেন সবুজ কে এই তিন আসনের সর্বস্তরের জনগণ আবারো এমপি হিসেবে জয়যুক্ত করবেন বলে জানান।
Leave a Reply