আব্দুল মজিদ, জামালপুর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার আলোচনায় আছে, জামালপুর -২ ইসলামপুর আসনটি, এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ছাড়াও আরও রয়েছেন তিনজন আওয়ামী পরিবারের স্বতন্ত্র প্রার্থী , জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আছেন নির্বাচনের মাঠে, তৃনমূল বিএনপির প্রার্থী আছেন ভোটের মাঠে।
এবারের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের তিনজন প্রার্থী হওয়ায় ভোটের মাঠে রদবদলের আশংকা করছেন ভোটাররা, আসনটিতে এক মেয়াদে বিএনপি ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে, টানা তিন মেয়াদে ক্ষমতায় আছে আওয়ামীলীগ, উন্নয়ন হয়েছে উপজেলা জুড়ে কিন্তু ফাটল ধরেছে দলে, তৃনমূল আওয়ামী নেতাদের দাবি দলের ত্যাগী কর্মীদের অবহেলা অবমূল্যায়নের প্রভাব পরতে পারে ভোটের মাঠে।
প্রচার প্রচারনায় এগিয়ে থাকা স্বতন্ত্র প্রার্থী, একটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য এস,এম শাহিনুজ্জামান শাহিন আছেন সাধারণ ভোটারদের নজরে। দল থেকে অবহেলিত নেতা কর্মীরা আছেন এই স্বতন্ত্র প্রার্থীর সাথে। এস,এম শাহিনুজ্জামান শাহিন শতাধিক নেতাকর্মী নিয়ে চষে বেড়াচ্ছেন ভোটের মাট,যাচ্ছেন ভোটারদের দ্বারাদ্বারে দিয়ে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি।
অন্যদিকে উপজেলা জুড়ে বইছে নির্বাচনী হাওয়ায়, চলছে চায়ের দোকানে আলোচনা সমালোচনা, সাধারণ ভোটারদের চাওয়া সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তারা যাবেন ভোট কেন্দ্রে, বেছে নিবেন পছন্দের প্রার্থীকে।
Leave a Reply