মোঃ হাছিব সরদার, মোংলা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোংলা পৌরসভার ৬নং ওয়ার্ড কবরস্থান রোডে দিগন্ত স্কুলের পাশে পাঁচতলা বিল্ডিং এর সামনে রোকেয়া আক্তার মিম ও মশিউর রহমান মুন্নার উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দুইজন গুরুতর জখম হয়।
৩১ ডিসেম্বর শনিবার বিকেল ৪টার সময় বাদি আবুল কালাম শিকদার (৫৮) এর মেয়ে রোকেয়া আক্তার মিম (২০)এর সাথে কোহিনুর বেগম (৩২)এর মেয়ে সাদিয়া (১২)এর সাথে তুচ্ছ বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে কোহিনুর বেগম আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। ঐ সময় আমার ভাই মশিউর রহমান মুন্না (২৫) বিবাদীকে গালিগালাজ করতে নিষেধ করায় কিছু লোকজন নিয়ে আকাস (২১)এর হাতে থাকা ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলেই রোকেয়া আক্তার মিম ও মশিউর রহমান মুন্না ছুরিকাঘাতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন আমাদেরকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
এ ব্যাপারে মোংলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মোংলা থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply