এইচ,এম শহিদুল ইসলাম,পেকুয়া
কক্সবাজারের পেকুয়া উপজেলায় সদর০৬ নং ওয়ার্ড কতৃক আয়োজিত ৩য় তম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।
আজ ৩১ শে ডিসেম্বর সোমবার দুপুর ২টায় পেকুয়া সাবেক গুল্দী স্টেশনের পশ্চিম পাশে খেলার মাঠে এস,পি,এল পরিচালনা পর্ষদের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃএম এ মনসুর,প্রধান মেহমান হিসেবে ছিলেন-মগনামা ইউনিয়ন পরিষদের সচিব আব্দু রাজ্জাক,সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এম ইউপি-এস এম ইসমাঈল সিকদার, সমাজ সেবক নেজাম উদ্দিন, জাতীয় দৈনিক চিত্র পত্রিকার পেকুয়া কুতুবদিয়া প্রতিনিধি- ও পেকুয়া বাজার দোকান মালিক সমবায় সমিতির ডিরেক্টর-এইচ,এম শহিদুল ইসলাম, সাবেক গুল্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ এর সভাপতি এনামুল করিম চৌধুরী, সমাজ সেবক ও বিশিষ্ট টিকাদার আনোয়ারুল কাদের লিটন,আবদুল্লাহ কনিছ, শহিদুল ইসলাম, ফার্মেসি ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক, ইমতিয়াজ,মইনু উদ্দিন,প্রবাসী মিরাজ প্রমুখ।
এস,পি,এল ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়া কে ৮ রানে হারিয়ে রংপুর রাইটার্স জয় হয়, খেলা শেষে অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস তুলে দেন- এস,পি,এল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্য জুনাইদ, এম,এ সাজ্জাদ,আরিফ,রুকন,দেলোয়ার, তাজ উদ্দিন বাবু সহ অনেকেই।
এই সময় উপস্থিত অতিথিরা বক্তব্যে বলেন- খেলাধুলা শিক্ষার একটি অংশে পরিণত, শারিরীক সুস্থতা নিশ্চিত করতে খেলাধুলার কোন বিকল্প নেই, আজ সমাজ থেকে খেলাধুলা হারিয়ে যাওয়ার পথে- তোমরাই পারবে আগামীর খেলাধুলার কর্ণধার হয়ে ছড়িয়ে দিতে এমন প্রত্যাশা করছি।।
Leave a Reply