প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ৮:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২৪, ১২:২৮ পি.এম
বাগমারায় নৌকার অস্থায়ী প্রচারণা অফিসে হামলা: অভিযোগ দাখিল

শফিকুল আলম ইমন, রাজশাহী
রাজশাহী-৪ বাগমারা উপজেলার ১১নং গনিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে আ'লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদের নির্বাচনী অস্থায়ী প্রচারণা অফিস ভাংচুর করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে উক্ত ওয়ার্ডের বুজরুককোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মৃত আব্দুস সামাদের ছেলে সাইফুল ইসলাম (৪২) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
৩১ ডিসেম্বর (রোববার) বাগমারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়।
অভিযোগ সুত্র জানা যায়, ৩০ ডিসেম্বর রাত ১২ টায় কেঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জি: এনামুল হকের সমর্থক ও কর্মীরা ধারালো অস্ত্রসজ্জিত হয়ে নৌকার প্রচারণা অফিসে হামলা চালায়। পরে হামলাকারীরা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় প্রচারণা ক্যাম্প। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন সাইফুল। এতে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল হোসেন বলেন, গনিপুর ইউনিয়নে নৌকার প্রচারণা অফিসে হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.