প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ৬:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২৪, ৬:১২ পি.এম
রাজশাহীতে বই উৎসব অনুষ্ঠিত

শফিকুল আলম ইমন, রাজশাহী
সারদেশের মত উৎসবমুখর আয়োজনে রাজশাহীতে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) ইংরেজী নববর্ষের প্রথম দিন। এই দিনে সারাদেশে একযোগে বই উৎসব ২০২৪ উদযাপিত হয়। নতুন বই পড়ব, সোনার বাংলা গড়বো প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো রাজশাহীতেও এ উৎসব উদযাপিত হয়। এ উপলক্ষ্যে সকাল দশ’টায় রাজশাহী মহানগরীস্থ অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ড. মো: মোকছেদ আলী।
প্রধান অতিথির বক্তৃতায় মোকছেদ আলী বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া সরকারের একটি অসামান্য অবদান। যা শিক্ষার্থীদের মনে আনন্দ তৈরি করে এবং তাদেরকে পড়াশুনায় আগ্রহী করে তোলে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও আধুনিক বিজ্ঞানসহ সকল বিষয়ে শিক্ষা গ্রহণ করে উন্নত বিশ্বের সঙ্গে তালমিলিয়ে নিজেকে প্রস্তুুত করতে হবে। তোমরা যারা আজকে শিক্ষার্থী, তারা হবে স্মার্ট বাংলাদেশের অগ্রপথিক। তোমাদেরকে বই পড়ে উচ্চ শিখরে পৌঁছাতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গড়তে হবে ।
প্রধান অতিথি শিক্ষকদের উদ্দেশে বলেন, আপনাদেরকেই আজকের শিক্ষার্থীদেরকে বই পড়ে জ্ঞান অর্জনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ তৈরির কারিগর করতে হবে।
তিনি জানান, হার্ড কপির বই শিক্ষার্থীরা পাওয়ার পরও যদি তাদের সফ্ট কপির প্রয়োজন হয়, তাহলে তারা এনসিটিবি (জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্কক বোর্ড)-র ওয়েবসাইট থেকে তা সংগ্রহ করতে পারবে।
অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিষয়ক উপপরিচালক ড. শারমিন ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা, জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দিন এবং অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: সাইফুল হক। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, এ বছর রাজশাহী বিভাগের ৮টি জেলায় মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ২৫ লাখ ৭৮ হাজার ১’শ ৬২ জন, পাঠ্যপুস্তক বরাদ্দ ২ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ২৯টি। এ পর্যন্ত প্রাপ্ত বই হচ্ছে এক কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৮’শ ৯০টি । মোট বিতরণ এক কোটি ৭২ লাখ ২৮ হাজার ৬’শ ৯৩টি। প্রাপ্তির হার ৬৫ দশমিক ৫ শতাংশ।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.